687)Fear of Dajjal.(দাজ্জালের ভয়।) – Written by Junayed Ashrafur Rahman

687 https://parg.co/UuQH )Fear of Dajjal.(দাজ্জালের ভয়।) – Written by Junayed Ashrafur Rahman https://parg.co/UYAr ( http://ow.ly/efEw102XXHZ ) ✒ #Theology #Faith #History #Wisdom 


“It is more important to do Islamic simple deeds than to be afraid of the Dajjal.” https://write.as/4q6l7k7e5sene


🌟 Mention of Dajjal ✒ 


It is mentioned in the hadith that every prophet, peace, and blessings be upon him, and the last prophet, Muhammad ﷺ peace and blessings be upon him, sought refuge with Allah from Dajjal's mischief.


Therefore, as a Muslim, everyone should seek refuge with Allah from Dajjal's mischief.


🌟 Confusion ✒ 


But there is no mention of the exact day-date of Qiyaamat or the arrival of Dajjal anywhere in the Qur' an or Hadith.


Nowhere in the Qur'an and Hadith is it said, O believers, seek the Dajjal in your time and resist him.


Therefore, it can never be acceptable to Islam to consider different people (Genghis Khan) or different races (Tatars) or different weapons (Tanks) as Dajjal or symbols of Dajjal.


It is said that Dajjal will appear from the east of Asia.


But, when will that happen? It is not mentioned anywhere. Even if it is a pure description, it is not guaranteed.


However, about eight hundred years ago, Genghis Khan arrived from Mongolia in the eastern part of Asia. And Genghis Khan's forces started destruction from East Asia to Ukraine. But , Genghis Khan did not become Dajjal.


Likewise, calling any person or nation Dajjal can never be acceptable to Islam.


🌟 My opinion ✒ 


Since all the Prophets (peace be upon them) sought refuge with Allah from the Dajjal, I also seek refuge with Allah from the appearance of the Dajjal because of the circumcision of the Prophets alone.


🌟 My act ✒ 


But, I am never afraid of Dajjal.


Rather, I think it is more virtuous to enter the toilet with the left foot first than to be afraid of Dajjal.


🌟 What I will do when Dajjal comes ✒ 


If Dajjal comes after all this, then I will blind Dajjal's one eye with my fingers.


Dear reader, what will you do? ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

24°33'58.6"N 90°41'30.4"E

My home Location ✒ https://parg.co/UdXS , But I don't live here. Rented out to other people.

Nandail Municipality, Mymensingh, Bangladesh.

Junayedmn1@gmail.com

+8801611112262

⌨️📱 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SubjectsOfJunayedWritings 

⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SerialOfJunayedWritings

636) About the intellectual property of my writing.(আমার লেখার মেধাস্বত্ব সম্পর্কে।)— Written by Junayed Ashrafur Rahman ✒ https://parg.co/UdXG 

637)Win prizes.(পুরস্কার জিতুন।) - Written by Junayed Ashrafur ✒ https://parg.co/UdwF

667)Case against chat GPT. (চ্যাট জিপিটির বিরুদ্ধে মামলা।) – Written by Junayed Ashrafur Rahman ✒ https://parg.co/U5We ( http://ow.ly/VXuu104tvq2 )


#Intellectualproperty #Literature #Law #Contract #Writing #Wisdom 


"দাজ্জালের ভয়ে আতঙ্কিত না থেকে বরং সহজ আমল করা বেশি গুরুত্বপূর্ণ।"


🌟 দাজ্জালের উল্লেখ ✒ 


হাদিসে উল্লেখ আছে,প্রত্যেক নবী আলাইহি ওয়া সাল্লাম ও শেষ নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাজ্জালের ফেৎনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন।


তাই মুসলমান হিসেবে প্রত্যেকের উচিত দাজ্জালের ফেৎনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া।


🌟 বিভ্রান্তি ✒ 


কিন্তু কেয়ামত অথবা দাজ্জালের আগমণের সুনির্দিষ্ট দিন-তারিখের উল্লেখ কুরআন অথবা হাদিসের কোথাও নাই।


কুরআন ও হাদিসের কোথাও বলা হয়নি যে,হে ঈমানদারগণ,তোমরা তোমাদের সময়ে দাজ্জালকে খোঁজে বের কর এবং ওর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোল।


তাই বিভিন্ন ব্যক্তিকে (চেঙ্গিস খান) অথবা বিভিন্ন জাতিকে (তাতার) অথবা বিভিন্ন অস্ত্রকে (ট্যাংক) দাজ্জাল অথবা দাজ্জালের প্রতীক মনে করা কখনই ইসলাম সম্মত হতে পারে না।


বর্ণিত আছে, দাজ্জালের আবির্ভাব হবে এশিয়ার পূর্ব দিক থেকে।


কিন্তু কখন সেটা হবে? এর উল্লেখ কোথাও নাই।আর থাকলেও সেটা বিশুদ্ধ বর্ণনা কিনা,সেটারও নিশ্চয়তা নাই।


অথচ প্রায় আটশো বছর আগে এশিয়ার পূর্ব দিকের দেশ মঙ্গোলিয়া থেকে চেঙ্গিস খানের আগমন ঘটেছিল।এবং চেঙ্গিস খানের বাহিনী পূর্ব এশিয়া থেকে শুরু করে ইউক্রেন পর্যন্ত ধ্বংসলীলা চালিয়েছিল।তা সত্ত্বেও চেঙ্গিস খান দাজ্জাল হননি।


তেমনি কোন ব্যক্তি অথবা কোন জাতিকে দাজ্জাল প্রতিপন্ন করা কখনই ইসলাম সম্মত হতে পারে না।


🌟 আমার মতামত ✒ 


যেহেতু সকল নবী আলাইহুম ওয়া সালাম দাজ্জাল থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন,তাই একমাত্র নবীগণের সুন্নত হওয়ার কারণেই আমিও আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি দাজ্জালের আবির্ভাব থেকে।


🌟 আমার আমল ✒ 


কিন্তু দাজ্জালের ভয়ে আমি কখনই আতঙ্কিত নই।


বরং দাজ্জালের ভয়ে আতঙ্কিত হওয়ার চেয়ে টয়লেটের ভেতরে আগে বাম পা দিয়ে প্রবেশ করাকে বেশি পূণ্যের কাজ বলে আমি মনে করি।


🌟 দাজ্জাল এলে আমি যেটা করব ✒ 


এতো কিছুর পরেও যদি দাজ্জাল এসেই যায়,তাহলে কানা দাজ্জালের একটা মাত্র চোখ আমি আঙ্গুল দিয়ে গুঁতো মেরে তাকে অন্ধ করে দেব।


প্রিয় পাঠক - পাঠিকা, আপনি কী করবেন? ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

24°33'58.6"N 90°41'30.4"E

My home Location ✒ https://parg.co/UdXS , But I don't live here. Rented out to other people.

Nandail Municipality, Mymensingh, Bangladesh.

Junayedmn1@gmail.com

+8801611112262

⌨️📱 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SubjectsOfJunayedWritings 

⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SerialOfJunayedWritings

636) About the intellectual property of my writing.(আমার লেখার মেধাস্বত্ব সম্পর্কে।)— Written by Junayed Ashrafur Rahman ✒ https://parg.co/UdXG 

637)Win prizes.(পুরস্কার জিতুন।) - Written by Junayed Ashrafur ✒ https://parg.co/UdwF

667)Case against chat GPT. (চ্যাট জিপিটির বিরুদ্ধে মামলা।) – Written by Junayed Ashrafur Rahman ✒ https://parg.co/U5We ( http://ow.ly/VXuu104tvq2 )


#Intellectualproperty #Literature #Law #Contract #Writing #Wisdom 

Comments

Popular posts from this blog

460) Theology and The Faith. (ধর্মতত্ত্ব ও ধর্মবিশ্বাস।) - Written by Junayed Ashrafur Rahman ✒

486) The jinn and the angels. (জ্বিন ও ফেরেস্তা।) - Written by Junayed Ashrafur Rahman ✒

462) Different religions in theology. (ধর্মতত্ত্বে বিভিন্ন ধর্ম।)- Written by Junayed Ashrafur Rahman ✒