672)Faith in Shab-e-Meraj. (শবে মেরাজের প্রতি ঈমান।) – Written by Junayed Ashrafur Rahman

672 https://parg.co/UEES )Faith in Shab-e-Meraj. (Faith in Shab-e-Meraj.) ) – Written by Junayed Ashrafur Rahman https://parg.co/UYAr ( http://ow.ly/efEw102XXHZ ) ✒ #Theology #Faith #Religion #Wisdom #Humanity #Welfare 


“It is absolutely impossible to prove Shab-e-Meraj through logic or science.” https://write.as/37b4z93nynlz1


663) World Peace and Faith ) – Written by Junayed Ashrafur Rahman ✒ https://parg.co/U53r ( http://ow.ly/PJcy104sP46 )


🌟 Content ✒ 


The last Prophet Muhammad (sallallahu alayhi wa sallam) crossed the seven heavens in his body and met Allah and came to visit Paradise and Hell.


🌟 Duration ✒ 


The duration of that visit was very short. The visit took place as long as the water had formed on the ground after ablution.


🌟 Doubts through the ages ✒ 


In the time of The Last Prophet Muhammad (sallallahu alayhi wa sallam), it was doubted how the Prophet Muhammad (sallallahu alayhi wa sallam) returned from Mecca to Jerusalem one night after praying.


How did The Last Prophet meet God that night?


🌟 Doubts in the modern age ✒ 


In the modern era, there is more suspicion.


Because, in such a short time, doubts arise in the minds of many people about the return of the seven skies.


Because, the distance to space is determined as the light years.


That is, light travels one hundred and eighty-six thousand miles per second. And the distance that light travels in a year is a light year.


Andromeda, the closest galaxy to Earth, is 2.5 million light years away. That is, even at the speed of light, it will take 2.5 million years to go to the Andromeda Galaxy.


Millions of billions are of such galaxies in the first sky.


There are many more galaxies in the next sky.


Therefore, the distance from the earth to Allah is beyond imagination.


So, in the modern era, many people have doubts.


Others think that the incident of Meraj happened in a dream (Naujubillah).


🌟 The arguments of the sirat writers ✒ 


The authors of sirat in different countries, i.e., the biographers of The Last Prophet, have tried to prove the authenticity of meraj by making arguments in different ways.


But their efforts are limited to efforts, and no one has been able to prove meraj's authenticity.


🌟 Modern-day logic ✒ 


In the modern era, attempts are made to prove Meraj through two hollow arguments, i.e., irrational reasoning, to prove Meraj.


Hollow argument-1


Meraj took place through the portal or tunnel of space.


This is a completely illogical argument.


Because, the concept of a space tunnel is just a matter of science fiction. It's not a matter of proven science.


Literary works and films have been made based on this concept.


But due to this idea, some modern-day people are trying to prove the portal by twisting the verses of the Qur'an.


And trying to prove the veracity of Meraj.


Hollow Argument-2


Meraj took place by stopping the time.


It's also a hollow argument.


Because, the idea of stopping time is also a part of science fiction.


Yes, it is true that in the case of Ashab-e-Kabab, there was an incident of stopping time.


But in the case of Meraj, the time that was stopped is not mentioned in the Qur'an or hadith.


If the time had been stopped in the case of Meraj, then in the Qur'an and Hadith, there would have been a mention of Meraj along with the Ashab-e-Kabab.


🌟 True faith ✒ 


True faith is the belief in the events of Meraj without any kind of logic, science, and doubt.


That is, the last Prophet Hazrat Muhammad (sallallahu alaihi wa sallam) crossed the seven heavens in his body and returned to the earth after meeting Allah. It will be easier to be a true believer if you believe in this faith.


Greetings to all on the holy Shab-e-Meraj. ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

24°33'58.6"N 90°41'30.4"E

My home Location ✒ https://parg.co/UdXS , But I don't live here. Rented out to other people.

Nandail Municipality, Mymensingh, Bangladesh.

Junayedmn1@gmail.com

+8801611112262

⌨️📱 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SubjectsOfJunayedWritings 

⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SerialOfJunayedWritings

636) About the intellectual property of my writing.(আমার লেখার মেধাস্বত্ব সম্পর্কে।)— Written by Junayed Ashrafur Rahman ✒ https://parg.co/UdXG 

637)Win prizes.(পুরস্কার জিতুন।) - Written by Junayed Ashrafur ✒ https://parg.co/UdwF

667)Case against chat GPT. (চ্যাট জিপিটির বিরুদ্ধে মামলা।) – Written by Junayed Ashrafur Rahman ✒ https://parg.co/U5We ( http://ow.ly/VXuu104tvq2 )


#Intellectualproperty #Literature #Law #Contract #Writing #Wisdom  


“যুক্তি অথবা বিজ্ঞানের মধ্যমে শবে মেরাজ প্রমাণ করা একেবারেই অসম্ভব।”


663)World Peace and Faith (বিশ্বশান্তি ও ধর্মবিশ্বাস।) – Written by Junayed Ashrafur Rahman ✒ https://parg.co/U53r ( http://ow.ly/PJcy104sP46 )


🌟 বিষয়বস্তু ✒ 


শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বশরীরে সাত আকাশ পেরিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন এবং বেহেশত ও দোজখ পরিদর্শন করে এসেছিলেন।


🌟 সময়কাল ✒ 


সেই পরিদর্শনের সময়কাল ছিল খুবই কম।অজু করার পর পানি মাটিতে গড়া গড়ির যতটুকু সময়, ঠিক ততো টুকু সময়ের মধ্যেই সেই পরিদর্শন হয়েছিল।


🌟 যুগে যুগে সন্দেহ ✒ 


শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েই সন্দেহ করা হতো যে,নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম কীভাবে একরাতে মক্কা থেকে জেরুজালেমে গিয়ে নামাজ পড়ে ফিরে এলেন?


আবার সেই রাতেই কীভাবে আল্লাহর সাথে সাক্ষাৎ করে এলেন?


🌟 আধুনিক যুগে সন্দেহ ✒ 


আধুনিক যুগে আরো বেশি সন্দেহ করা হচ্ছে।


কেননা, এতো কম সময়ে সাত আকাশ পেরিয়ে আবার ফিরে আসা ঘটনায় অনেকের মনেই সন্দেহের উদয় হয়।


কেননা, মহাকাশের দূরত্ব নির্ধারিত হয় লাইট ইয়ার্সের হিসাবে।


অর্থাৎ আলো প্রতি সেকেন্ডে এক লাখ ছিয়াশি হাজার মাইল অতিক্রম করে।আর আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে, সেটাই এক লাইট ইয়ার্স।


পৃথিবীর সবচেয়ে কাছের গ্যালাক্সি এন্ড্রোমেডার দূরত্ব পঁচিশ লাখ লাইট ইয়ার্স।অর্থাৎ আলোর গতিতে গেলেও পঁচিশ লাখ বছর লাগবে এন্ড্রোমেডা গ্যালাক্সিতে যেতে।


প্রথম আকাশেই আছে এরকম লাখ লাখ কোটি কোটি (বিলিয়ন বিলিয়ন) গ্যালাক্সি।


পরবর্তী আকাশগুলোতে আছে আরো বহুগুণ গ্যালাক্সি।


অতএব পৃথিবী থেকে আল্লাহ পর্যন্ত দূরত্ব কল্পনার বাইরে।


তাই আধুনিক যুগে অনেকেই সন্দেহ পোষণ করেন।


আবার কেউ মনে করেন, সেই মেরাজের ঘটনা স্বপ্নে ঘটেছিল (নাউজুবিল্লাহ)।


🌟 সিরাত রচয়িতাদের যুক্তি ✒ 


বিভিন্ন দেশের সিরাতের রচয়িতা অর্থাৎ, শেষ নবীর জীবনী রচয়িতাগণ বিভিন্নভাবে যুক্তি প্রদান করে মেরাজের সত্যতা প্রমাণের চেষ্টা করেছেন।


কিন্তু তিনিদের চেষ্টাটা চেষ্টা পর্যন্তই সীমাবদ্ধ আছে, কেউই মেরাজের সত্যতা প্রমাণ করতে পারেন নি।


🌟 আধুনিক যুগের খোঁড়া যুক্তি ✒ 


আধুনিক যুগে মেরাজ প্রমাণ করার জন্য দুটো খোঁড়া যুক্তি অর্থাৎ, অযৌক্তিক যুক্তির মাধ্যমে মেরাজ প্রমাণের চেষ্টা করা হয়।


খোঁড়া যুক্তি -১


মহাকাশের পোর্টাল বা সুড়ঙ্গের মাধ্যমে মেরাজ সংঘটিত হয়েছিল।


এটা সম্পূর্ণ অযৌক্তিক যুক্তি।


কেননা, মহাকাশের সুড়ঙ্গের ধারণা নিছক কল্পবিজ্ঞানের বিষয়। প্রমাণিত বিজ্ঞানের কোন বিষয় না।


এই ধারণার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে সাহিত্যকর্ম ও চলচ্চিত্র।


কিন্তু এই ধারণার বশবর্তী হয়ে আধুনিক যুগের কিছু ব্যক্তি কুরআনের আয়াতকে ঘুরিয়ে প্যাঁচিয়ে সদর্থ করে পোর্টাল প্রমাণ করার চেষ্টা করছেন।


এবং মেরাজের সত্যতা প্রমাণের চেষ্টা করছেন।


খোঁড়া যুক্তি -২


সময়কে থমকে দিয়ে মেরাজ সংঘটিত হয়েছিল।


এটাও একটা খোঁড়া যুক্তি।


কেননা, সময়কে থমকে দেয়ার ধারণাও কল্পবিজ্ঞানের একটা অংশ।


হ্যাঁ, এটা সত্য যে, আসহাবে কাহাফের ক্ষেত্রে সময়কে থমকে দেয়ার ঘটনা ঘটেছিল।


কিন্তু মেরাজের ক্ষেত্রে যে সময়কে থমকে দেয়া হয়েছিল, এরকম বর্ণনা কুরআন অথবা হাদিসে নাই।


যদি মেরাজের ঘটনায় সময়কে থমকে দেয়া হতো, তাহলে কুরআন ও হাদিসে আসহাবে কাবাবের পাশাপাশি মেরাজেরও উল্লেখ থাকতে।


🌟 সাচ্চা ঈমান ✒ 


কোন ধরণের যুক্তি, বিজ্ঞান ও সন্দেহ ছাড়াই মেরাজের ঘটনায় বিশ্বাস স্থাপনই হচ্ছে সাচ্চা ঈমান।


অর্থাৎ, শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম স্বশরীরে সাত আকাশ পেরিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে পৃথিবীতে ফিরে এসেছিলেন।এই বিশ্বাসে বিশ্বাসী হলেই সাচ্চা ঈমানদার হওয়া সহজ হবে।


পবিত্র শবে মেরাজে সকলকে শুভেচ্ছা। ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

24°33'58.6"N 90°41'30.4"E

My home Location ✒ https://parg.co/UdXS , But I don't live here. Rented out to other people.

Nandail Municipality, Mymensingh, Bangladesh.

Junayedmn1@gmail.com

+8801611112262

⌨️📱 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SubjectsOfJunayedWritings 

⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SerialOfJunayedWritings

636) About the intellectual property of my writing.(আমার লেখার মেধাস্বত্ব সম্পর্কে।)— Written by Junayed Ashrafur Rahman ✒ https://parg.co/UdXG 

637)Win prizes.(পুরস্কার জিতুন।) - Written by Junayed Ashrafur ✒ https://parg.co/UdwF

667)Case against chat GPT. (চ্যাট জিপিটির বিরুদ্ধে মামলা।) – Written by Junayed Ashrafur Rahman ✒ https://parg.co/U5We ( http://ow.ly/VXuu104tvq2 )


#Intellectualproperty #Literature #Law #Contract #Writing #Wisdom

Comments

Popular posts from this blog

460) Theology and The Faith. (ধর্মতত্ত্ব ও ধর্মবিশ্বাস।) - Written by Junayed Ashrafur Rahman ✒

462) Different religions in theology. (ধর্মতত্ত্বে বিভিন্ন ধর্ম।)- Written by Junayed Ashrafur Rahman ✒

463) Generosity in theology. (ধর্মতত্ত্বে উদারতা।) - Written by Junayed Ashrafur Rahman ✒