488) Deities and angels. (দেবতা ও ফেরেস্তা।) - Written by Junayed Ashrafur Rahman ✒

 488 https://parg.co/bCDM ) Deities and angels. (দেবতা ও ফেরেস্তা।) - Written by Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW ✒ 


"According to religion, the concept of deity and angels - beliefs are different." 

✨ Theology and The Literature ✒ https://parg.co/bPxw 

#Theology #Religion #Wisdom #Faith #Mythology #Welfare 


🌟 Different ideas ✒ 


According to Jewish, Christian and Islamic scriptures, the concept of angels is almost the same.


But according to Greek mythology and Hinduism, the concept of deity is different.


🌟 Worship ✒ 


In Judaism, Christianity and Islam, no angel is ever worshiped. Rather, in all three religions, angels are believed to be obedient to the Creator.


But in Hinduism many deities are worshiped.


🌟 Absolute ✒ 


In all three religions, no angel is ever considered to have absolute personality and power. The Absolute Personality is believed to be the only Creator.


But in Hinduism, Brahma, Vishnu and Shiva are believed to be absolute beings.


🌟 Origin ✒ 


In the three religions, all angels are believed to be the creation of the Creator.


But in Hinduism, Brahma, Vishnu and Shiva are believed to have originated from each other.


🌟 Avatar ✒ 


The deities have incarnations, but the angels have no incarnations.


The arrival of angels on earth is described in three religions. In the past, angels came to earth in human form, as described in the scriptures.


According to Hindu mythology, the deity also came to earth in human form. But there are descriptions of many deities being born as human children. There is a description of Vishnu being born as Ramachandra, Sri Krishna, the son of man.



🌟 Deviation ✒ 


The angels are innocent, they have no deviation.


But there are descriptions of the deviations of Devaraja Zeus and Devaraja Indra.


🌟 Curse ✒ 


There is no description of an angel being cursed.


But there are many descriptions of the deity being cursed.


🌟 The opposite sex ✒ 


There is no description of the opposite sex personalities of the angels.


But the deities have descriptions of the opposite sex personalities. Such as: - Shiva's Shivani, Vishnu's Lakshmi, Indra's Indrani etc.


🌟 The family ✒ 


There is no description of the family of angels.


But the deities have descriptions of the family. For example: Shiva's family with his wife Shivani i.e. Durga, son Kartik and Ganesha.


According to Greek mythology, Zeus also had many children.


✨ So it is absolutely inappropriate to believe that deities and angels are one and the same. ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman 


"ধর্ম অনুসারে দেবতা ও ফেরেস্তার ধারণা - বিশ্বাস একেক রকম।" 


🌟 ভিন্ন ধারণা ✒ 


ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্মগ্রন্থ অনুসারে ফেরেস্তাদের ধারণা - বিশ্বাস প্রায় একই রকম।


কিন্তু গ্রিক পুরাণ ও হিন্দু ধর্ম অনুসারে দেবতার ধারণা - বিশ্বাস অন্যরকম।


🌟 উপাসনা ✒ 


ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্মে কখনই কোন ফেরেস্তার উপাসনা করা হয়না। বরং এই তিন ধর্মেই ফেরেস্তাদেরকে সৃষ্টিকর্তার আজ্ঞাবহ হিসেবেই বিশ্বাস করা হয়।


কিন্তু হিন্দু ধর্মে অনেক দেবতার উপাসনা করা হয়।


🌟 পরমতা ✒ 


তিন ধর্মে কখনই কোন ফেরেস্তাকে পরম ব্যক্তিসত্তা ও ক্ষমতার অধিকারী মনে করা হয়না। একমাত্র সৃষ্টিকর্তাকেই পরম ব্যক্তিসত্তা বিশ্বাস করা হয়।


কিন্তু হিন্দু ধর্মে ব্রহ্মা, বিষ্ণু ও শিবকে পরম সত্তা বিশ্বাস করা হয়।


🌟 উৎপত্তি ✒ 


তিন ধর্মে সকল ফেরেস্তাকে সৃষ্টিকর্তার সৃষ্টি হিসেবে বিশ্বাস করা হয়।


কিন্তু হিন্দু ধর্মে ব্রহ্মা, বিষ্ণু ও শিবকে একে অপর থেকে উৎপন্ন হিসেবে বিশ্বাস করা হয়।


🌟 অবতার ✒ 


দেবতাদের অবতার আছে, কিন্তু ফেরেস্তাদের কোন অবতার নাই। 


তিন ধর্মে ফেরেস্তাদের পৃথিবীতে আগমনের কথা বর্ণিত আছে। অতীতে ফেরেস্তারা মানুষের রূপ ধারণ করে পৃথিবীতে এসেছিলেন, এমন বর্ণনাও ধর্মগ্রন্থে আছে।


হিন্দু ধর্মের বর্ণনায়, দেবতারাও মানুষ রূপে পৃথিবীতে এসেছিলেন। কিন্তু অনেক দেবতা মানুষের সন্তান হয়ে জন্মগ্রহণ গ্রহণ করার বর্ণনা আছে। বিষ্ণুদেব কর্তৃক মানুষের সন্তান রামচন্দ্র, শ্রীকৃষ্ণ হয়ে জন্মগ্রহণ করার বর্ণনা আছে।



🌟 বিচ্যুতি ✒ 


ফেরেস্তারা নিষ্পাপ, তাদের কোন বিচ্যুতি নাই।


কিন্তু দেবরাজ জিউস ও দেবরাজ ইন্দ্রের বিচ্যুতির বর্ণনা আছে।


🌟 অভিশাপ ✒ 


কোন ফেরেস্তা অভিশপ্ত হওয়ার কোন বর্ণনা নাই। 


কিন্তু দেবতাদের অভিশপ্ত হওয়ার অনেক বর্ণনা আছে। 


🌟 বিপরীত লিঙ্গ ✒ 


ফেরেস্তাদের বিপরীত লিঙ্গের ব্যক্তিসত্তার কোন বর্ণনা নাই। 


কিন্তু দেবতাদের বিপরীত লিঙ্গের ব্যক্তিসত্তার বর্ণনা আছে। যেমন :- শিবের শিবাণী, বিষ্ণুর লক্ষ্মী, ইন্দ্রের ইন্দ্রাণী প্রভৃতি। 


🌟 সংসার ✒ 


ফেরেস্তাদের সংসারের কোন বর্ণনা নাই। 


কিন্তু দেবতাদের সংসারের বর্ণনা আছে। যেমন: স্ত্রী শিবাণী তথা দুর্গা, ছেলে কার্তিক ও গণেশদের নিয়ে শিব ঠাকুরের সংসার। 


আবার গ্রিক পুরাণ অনুসারে, দেবরাজ জিউসেরও অনেক সন্তান আছে। 


✨ তাই দেবতা ও ফেরেস্তাকে এক রকম মনে করে বিশ্বাস করা একেবারেই অনুচিৎ। ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman 


Comments

Popular posts from this blog

460) Theology and The Faith. (ধর্মতত্ত্ব ও ধর্মবিশ্বাস।) - Written by Junayed Ashrafur Rahman ✒

486) The jinn and the angels. (জ্বিন ও ফেরেস্তা।) - Written by Junayed Ashrafur Rahman ✒

462) Different religions in theology. (ধর্মতত্ত্বে বিভিন্ন ধর্ম।)- Written by Junayed Ashrafur Rahman ✒