486) The jinn and the angels. (জ্বিন ও ফেরেস্তা।) - Written by Junayed Ashrafur Rahman ✒

 486 https://parg.co/bCDM ) The jinn and the angels. (জ্বিন ও ফেরেস্তা।) - Written by Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW ✒ 


"Although both jinn and angels possess supernatural and miraculous powers, there are many differences between them." 


#Theology #Religion #Faith #Welfare 


✨ Theology and The Literature ✒ https://parg.co/bPxw 


According to Islam, angels are made of heavenly light. Allah created this light.


And from the fire created by the jinn.


The angels are free from sin, and the jinn do sin and good.


The life of angels is much longer than the life of jinn.


The angels have no will of their own, so whoever obeys Allah, he obeys.


But the jinn have their own will, so they obey the command of Allah and are disobedient.


Therefore, in the final judgment on the Day of Resurrection, human beings as well as jinns will be judged and will go to heaven or hell.


✨ Personally, I think that just as it is unreasonable to expect to meet jinn, it is also unreasonable to expect to meet an angel. ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman 


"জ্বিন ও ফেরেস্তা উভয়ই অশরীরী ও অলৌকিক ক্ষমতার অধিকারী হলেও তাদের মধ্যে আছে অনেক ব্যবধান।" 


ইসলাম ধর্ম অনুসারে, ফেরেস্তারা স্বর্গীয় আলো অর্থাৎ নুর দিয়ে তৈরি। এই নুরের সৃষ্টি আল্লাহ করেছেন।


আর জ্বিনরা তৈরি আগুন থেকে।


ফেরেস্তারা পাপ থেকে মুক্ত আর জ্বিনরা পাপও করে এবং পুণ্যও করে।


জ্বিনদের জীবনের চেয়ে ফেরেস্তাদের জীবন কাল অনেক বেশি।


ফেরেস্তাদের নিজের কোন ইচ্ছাশক্তি নাই, তাই আল্লাহ যাকে যে হুকুম দিয়েছেন , তিনি সেই হুকুমই পালন করেন।


কিন্তু জ্বিনদের নিজের ইচ্ছাশক্তি আছে, তাই আল্লাহর হুকুমও পালন করে, আবার অবাধ্যও হয়।


তাই ক্বিয়ামতের মাঠে শেষ বিচারে মানুষের পাশাপাশি জ্বিনদেরও বিচার হবে এবং স্বর্গ অথবা নরকে গমন করবে।


ব্যক্তিগতভাবে আমি মনে করি, জ্বিনদের সাক্ষাতেরও যেমন আশা করা অনুচিৎ, তেমনি কোন ফেরেস্তার সঙ্গে সাক্ষাতেরও আশা করা অনুচিৎ। ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman 

Comments

Popular posts from this blog

460) Theology and The Faith. (ধর্মতত্ত্ব ও ধর্মবিশ্বাস।) - Written by Junayed Ashrafur Rahman ✒

462) Different religions in theology. (ধর্মতত্ত্বে বিভিন্ন ধর্ম।)- Written by Junayed Ashrafur Rahman ✒