480) The phenomenon of jinn. (জ্বিনের ঘটনা।) - Written by Junayed Ashrafur Rahman ✒
480 https://parg.co/bCDM ) The phenomenon of jinn. (জ্বিনের ঘটনা।) - Written by Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW ✒
"The jinn in the life of someone is to spare to establish another."
#Theology #Religion #Faith #Welfare
✨ Theology and The Literature ✒ https://parg.co/bPxw
According to various sources, the phenomenon of jinn happening in the lives of many people.
Some have become masters of the jinn by studying the jinn, while others have become students of the jinn by studying with the jinn.
Some have become friends with the jinn, while others have become female friends with the jinn.
But no one could prove it himself, not even on their behalf.
🌟 It is said that Maulana Anwar Shah Kashmiri (Rah.) was taken by the jinns to their country .
Allama Muḥammad Anwar Shah ibn Muazzam Shah Kashmiri https://parg.co/bf0zMaulana Kashmiri met a jinn who was companion of The Last Prophet ﷺSallallahu Alaihi Wasallam in the land of jinn.
So after returning from the land of the jinn, Maulana Kashmiri was considered a Tabii.
I am not talking about the knowledge and piety of Maulana Kashmiri, but about that incident about the jinn.
Did he narrate the incident himself about the jinn? There is no authentic description of it.
And those who have narrated that incident of Maulana Kashmiri, they themselves have not seen that incident of Maulana Kashmiri.
So while I personally respect Maulana Kashmiri, I do not believe in that incident.
✨ As a theologian and Sufi saint, I think it is better to try to be a real person than to waste time trying to have a relationship with the jinn. ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman
"কারোর জীবনে ঘটা জ্বিনের ঘটনার প্রতি অন্যের বিশ্বাস স্থাপন অনাবশ্যক।"
বিভিন্ন মাধ্যম থেকে বলা হয়, অনেক ব্যক্তির জীবনে ঘটে যাওয়া জ্বিনের ঘটনা।
কেউ জ্বিনকে পড়াশোনা করিয়ে জ্বিনের উস্তাদ হয়েছেন, আবার কেউ জ্বিনের কাছে পড়াশোনা করে জ্বিনের ছাত্র হয়েছেন।
কেউ জ্বিনের বন্ধু হয়েছেন, আবার কেউ জ্বিনের বান্ধবী হয়েছেন।
কিন্তু কেউই নিজে প্রমাণ করতে পারেননি, এমনকি তিনিদের পক্ষেও কেউ প্রমাণ করতে পারেননি।
কথিত আছে, মাওলানা আনোয়ার শাহ্ কাশ্মিরিকে (রহ্.) জ্বিনেরা ওদের দেশে নিয়ে গিয়েছিল।
জ্বিনের দেশে এক সাহাবি জ্বিনের সঙ্গে মাওলানা কাশ্মিরির সাক্ষাৎ হয়।
তাই জ্বিনের দেশ থেকে ফিরার পর মাওলানা কাশ্মিরিকে তাবেয়ি হিসেবে বিবেচনা করা হতো।
মাওলানা কাশ্মিরির জ্ঞান ও ধর্মনিষ্ঠা নিয়ে আমি আলোচনা করছিনা, বরং জ্বিন সম্পর্কে ঐ ঘটনা নিয়ে আলোচনা করছি।
জ্বিন সম্পর্কে তিনি ঐ ঘটনা নিজে বর্ণনা করেছেন কি না? এর কোন প্রামাণিক বর্ণনা নাই।
আর যিনিরা মাওলানা কাশ্মিরির ঐ ঘটনা বর্ণনা করেছেন, তিনিরাও তো নিজে মাওলানা কাশ্মিরির ঐ ঘটনা দেখেননি।
তাই আমি ব্যক্তিগতভাবে মওলানা কাশ্মিরির প্রতি শ্রদ্ধাশীল হলেও ঐ ঘটনা বিশ্বাস করিনা।
একজন ধর্মতাত্ত্বিক ও সুফি সাধক হিসেবে আমি মনে করি, জ্বিনদের সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করে সময় নষ্ট করার চেয়ে বরং প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করা বেশি ভালো। ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman
Comments
Post a Comment