479) The pursuit of jinn - ghosts. (জ্বিন - ভূতের সাধনা।) - Written by Junayed Ashrafur Rahman ✒
479 https://parg.co/bCDM ) The pursuit of jinn - ghosts. (জ্বিন - ভূতের সাধনা।) - Written by Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW ✒
"The pursuit of jinn - ghosts is a deadly strange thing."
#Theology #Religion #Faith
✨ Theology and The Literature ✒ https://parg.co/bPxw
The pursuit of things that are not guaranteed and are not even mentioned in the scriptures is deadly strange.
🌟 Ghost pursuit in Hinduism ✒
Many Hindus practice ghost worship.
Some religious leaders also give instructions for the practice of ghosts.
Although each person gives different instructions, the main point of each of them is to communicate directly with the soul of the dead person i.e. the ghost.
In the case of many people, but how many people have succeeded in the pursuit of ghosts? There is no definite answer.
Who has achieved what by pursuing ghosts? There is no proof of this.
Who can achieve what by pursuing ghosts? There is no guarantee of this either.
So there is no need for additional discussion on ghost pursuit.
🌟 The pursuit of jinn ✒
Although there is talk of jinn pursuit among Muslims, it is not mentioned anywhere in the Qur'an and Hadith.
However, many say that the jinn come and meet him after searching for some verses of the Qur'an.
But there is no history of such pursuits being mentioned by the Companions of The last Prophet ﷺSallallahu Alaihi Wasallam and the scholars.
Generally, jinn are pursued for gaining hidden wealth, suddenly becoming rich, controlling people, harming people, etc.
But who got what by pursuing the jinn? There is no proof of this.
But many have ended their lives by pursuing jinn.
But got nothing.
So I would say as a theologian and Sufi saint, no one will end his life by practicing jinn.
✨ Instead, be content with what you can achieve with your own talent, labor and qualifications. ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman
"জ্বিন - ভূতের সাধনা মারাত্মক অদ্ভুত একটা বিষয়।"
যে বিষয়ের নিশ্চয়তা নাই এবং ধর্মগ্রন্থে উল্লেখও নাই, এমন বিষয়ের সাধনা মারাত্মক অদ্ভুতই বটে।
🌟 হিন্দু ধর্মে ভূত সাধনা ✒
হিন্দু ধর্মের অনেকেই ভূত সাধনা, আরাধনা প্রভৃতি করেন।
আবার কিছু ধর্মগুরুও ভূত সাধনার নির্দেশনা প্রদান করেন।
একেক জন একেক রকম নির্দেশনা প্রদান করলেও প্রত্যেকের মূল বিষয় মৃত ব্যক্তির আত্মা অর্থাৎ ভূতের সঙ্গে সরাসরি যোগাযোগ করা।
অনেক জনের ক্ষেত্রে এমন বর্ণিত হলেও কত জন ভূতের সাধনা করে সফল হতে পেরেছেন? এর সুনির্দিষ্ট উত্তর নাই।
ভূত সাধনা করে কে কী অর্জন করতে পেরেছেন? এর কোন প্রমাণ নাই।
ভূত সাধনা করে কে কী অর্জন করতে পারবেন? এরও কোন নিশ্চয়তা নাই।
তাই ভূত সাধনা নিয়ে অতিরিক্ত আলোচনারও দরকার নাই।
🌟 জ্বিন সাধনা ✒
মুসলমানদের মধ্যে জ্বিন সাধনার কথা বলা হলেও ক্বোরান ও হাদিসের কোথাও এর উল্লেখ নাই।
তবে অনেকেই বলেন যে, ক্বোরানের কিছু আয়াতের মাধ্যম সাধনা করলে জ্বিন এসে সাক্ষাৎ করে।
কিন্তু এমন সাধনার উল্লেখ সাহাবা ও মনীষীদের দ্বারা করার কোন ইতিহাস নাই।
সাধারণতঃ গুপ্তধন লাভ, হঠাৎ করে ধনী হওয়া, মানুষকে নিয়ন্ত্রণ করা, মানুষের ক্ষতি করা প্রভৃতির জন্য জ্বিন সাধনা করা হয়।
কিন্তু জ্বিন সাধনা করে কে কী পেয়েছেন? এর কোন প্রমাণ নাই।
কিন্তু জ্বিন সাধনা করে অনেকেই নিজের জীবন শেষ করে দিয়েছেন।
কিন্তু কিছুই পাননি।
তাই আমি একজন ধর্মতাত্ত্বিক ও সুফি সাধক হিসেবে বলবো, জ্বিন সাধনা করে কেউ নিজের জীবন শেষ করবেন না।
✨ এর চেয়ে বরং নিজের মেধা, শ্রম আর যোগ্যতা দিয়ে যেটুকু অর্জন করতে পারবেন, সেটাতেই সন্তুষ্ট থাকুন। ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman
Comments
Post a Comment