476) Ghosts and jinn. (ভূত ও জ্বিন।) - Written by Junayed Ashrafur Rahman ✒
476 https://parg.co/bCDM ) Ghosts and jinn. (ভূত ও জ্বিন।) - Written by Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW ✒
"Although ghosts and jinns are incorporeal, different religions have different descriptions."
#Theology #Religion #Faith
✨ Theology and The Literature ✒ https://parg.co/bPxw
Jinn and ghosts are a subject of theology because they are described in religion.
🌟 Intangible animals in religion ✒
Almost all religions have descriptions of incorporeal beings.
But different religions have been described differently.
🌟 Ghosts in Hinduism ✒
In Hinduism, ghost means the dissatisfied soul of a dead person.
When the dissatisfied soul of a dead person is not released, it becomes a ghost and resides on earth. And when released, the ghost is released from the state.
🌟 Jinn in Islam ✒
There is no concept or description of ghosts in Islam.
However, there are descriptions of jinn.
Jinn is a separate creature. Whose creation is from fire.
They are born as jinns and die as jinns.
✨ Basically, the idea of ghosts in Hinduism - although there is a belief in Islam is not. But the jinn have faith. ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman
"ভূত ও জ্বিন অশরীরী হলেও বিভিন্ন ধর্মে ভিন্ন বর্ণনা আছে।"
ধর্মে বর্ণিত হওয়ার কারণে জ্বিন ও ভূত ধর্মতত্ত্বের একটি বিষয়।
🌟 ধর্মে অশরীরী প্রাণী ✒
প্রায় সকল ধর্মেই অশরীরী প্রাণীর বর্ণনা আছে।
কিন্তু একেক ধর্মে একেক রকম বর্ণনা করা হয়েছে।
🌟 হিন্দু ধর্মে ভূত ✒
হিন্দু ধর্মে ভূত বলতে বুঝায় মৃত ব্যক্তির অতৃপ্ত আত্মাকে।
মৃত ব্যক্তির অতৃপ্ত আত্মা মুক্তি না পেলে ভূত হয়েই পৃথিবীতে অবস্হান করে। আর মুক্তি পেলে ভূত অবস্থা থেকে মুক্তি পায়।
🌟 ইসলাম ধর্মে জ্বিন ✒
ইসলাম ধর্মে ভূতের কোন ধারণা অথবা বর্ণনা নাই।
তবে জ্বিনের বর্ণনা আছে।
জ্বিন হচ্ছে আলাদা সৃষ্ট প্রাণী। যাদের সৃষ্টি আগুন থেকে হয়েছে।
ওরা জ্বিন হয়েই জন্ম নেয় এবং জ্বিন হয়েই মৃত্যু বরণ করে।
✨ মূলতঃ হিন্দু ধর্মে ভূতের ধারণা - বিশ্বাস থাকলেও ইসলাম ধর্মে নাই। তবে জ্বিনের ধারণা - বিশ্বাস আছে। ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman
Comments
Post a Comment