463) Generosity in theology. (ধর্মতত্ত্বে উদারতা।) - Written by Junayed Ashrafur Rahman ✒

 463 https://parg.co/bOIX ) Generosity in theology. (ধর্মতত্ত্বে উদারতা।) - Written by Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW


"There must be generosity in theology."


#Theology #Religion #Faith 


✨ Theology and The Literature ✒ https://parg.co/bPxw 


It is not appropriate to demean other religions when discussing different issues of religion or in comparative discussions of different religions.


And it is also inappropriate to attack or demean other religions or communities.


Because, doing so harms harmony and generosity.


Unnecessary attacks on people of other religions are not allowed in Islam. Be it through words or deeds.


 There must be some discrepancies between one's own religion and that of other religions, so one should never be aggressive in discussing theology.


And if it is aggressive, it is wrong to think that all people of other religions will be Muslims.


Because not all people became Muslims during the time of the last Prophet Muhammad (peace be upon him).


So not all people are likely to become Muslims if theologians are aggressive in theology.


Rather, it is better to discuss theology with generosity. ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman 


"ধর্মতত্ত্বে অবশ্যই উদারতা থাকা প্রয়োজন।"


ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার সময় অথবা বিভিন্ন ধর্মের তুলনামূলক আলোচনায় অন্য ধর্মকে হেয় করা অনুচিত।


এবং অন্যান্য ধর্ম অথবা সম্প্রদায়কে আক্রমণ অথবা হেয় করাও অনুচিত।


কেননা, এমনটা করলে সম্প্রীতি ও উদারতা ক্ষতিগ্রস্ত হয়।


ইসলাম ধর্মে অযথা অন্য ধর্মের ব্যক্তিদের আক্রমণ করার অনুমতি নাই। সেটা কথা অথবা কাজের মাধ্যমেই হউক।


 নিজের ধর্মের সঙ্গে অন্যান্য ধর্মের তুলনামূলক কিছু অমিল থাকবেই, সেই কারণে কখনই উচিৎ না আক্রমণাত্মক হওয়ার ধর্মতত্ত্বে আলোচনা করার সময়।


আর আক্রমণাত্মক হলে অন্য ধর্মের সকল ব্যক্তিরা মুসলমান হবে এমনটা মনে করারও অনুচিৎ।


কেননা শেষ নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমলে সকল মানুষ মুসলমান হয়নি।


তাই ধর্মতত্ত্বে আক্রমণাত্মক হলেই সকল মানুষ মুসলমান হওয়ার সম্ভাবনা নাই।


এর চেয়ে বরং উদারতা বজায় রেখে ধর্মতত্ত্বের আলোচনা করা উত্তম। ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman 

Comments

Popular posts from this blog

460) Theology and The Faith. (ধর্মতত্ত্ব ও ধর্মবিশ্বাস।) - Written by Junayed Ashrafur Rahman ✒

486) The jinn and the angels. (জ্বিন ও ফেরেস্তা।) - Written by Junayed Ashrafur Rahman ✒

462) Different religions in theology. (ধর্মতত্ত্বে বিভিন্ন ধর্ম।)- Written by Junayed Ashrafur Rahman ✒